২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৭:৫৬:০৩ অপরাহ্ন


হকিতে জাপানকে হারিয়ে এশিয়া কাপ খেতাবের কাছে ভারত
ক্রিড়া ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২২
হকিতে জাপানকে হারিয়ে এশিয়া কাপ খেতাবের কাছে ভারত হকিতে জাপানকে হারিয়ে এশিয়া কাপ খেতাবের কাছে ভারত


জাকার্তায় এশিয়া কাপ হকিতে দারুণ ছন্দে ভারতীয় দল। শনিবার তারা জাকার্তায় ২-১ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান এশিয়ান গেমস চ্যাম্পিয়ন জাপানকে। খেলার বিরতিতে ফল ১-১।

বিরতির পরে ভারতীয় দলের তারকারা দুর্দান্ত লড়াই করে শেষ গোলটি জাপানের কফিনে পুতেছে। যে কারণে জিতে এশিয়া কাপের প্রথম চারে নিশ্চিত করল। চ্যাম্পিয়ন সরণীতে পা রাখলেন মনজিতরা।

জাপান বিশ্বের সেরা দল, তারা এশিয়া সেরাও। তাদের হারানো মানে বিরাট খবর ভারতীয় হকিতে। ভারতের পক্ষে জয়সূচক গোলটি দেন পবন রাজভর।

গ্রুপ পর্বের ম্যাচে ভারত এর আগে জাপানের কাছে হেরেছিল ২-৫ গোলে। এমনকি পাকিস্তানের বিপক্ষে ড্র করেছিল দেশের তারকারা। কিন্তু গত ম্যাচে আয়োজক দল ইন্দোনেশিয়াকে ১৬-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দলটি। তারই ফল দেখা গেল এদিন জাপানের বিপক্ষে।

সারা ম্যাচে দাপট দেখিয়েছে জাপান। কিন্তু ভারতীয় দলের রক্ষণ ও গোলরক্ষক এত ভাল খেলেছে যে দাঁত ফোটাতে পারেনি বিপক্ষের আক্রমণভাগের তারকারা। ভারতীয় দলের মিডফিল্ড জেনারেল সর্দার সিং পুরো দলকে পরিচালনা করেছেন।

জাপানের কাছে বড় ব্যবধানে হারের পরে যে আবারও তাদের হারানো যায়, সেটাই প্রমাণ করলেন মনজিৎরা। সুপার ফোরের প্রথম পর্বের ম্যাচ জিতে রাখা মানে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাওয়া। খেতাবের কাছে এসে যাওয়ায় দলের তারকাদের আত্মবিশ্বাসও অনেকটাই বেড়েছে।