১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১০:৪৩:০৮ অপরাহ্ন


জয়পুুরহাট র‍্যাব-৫ এর অভিযানে ভিকটিম উদ্ধারসহ এক অপহরণকারী আটক
নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২২
জয়পুুরহাট র‍্যাব-৫ এর অভিযানে ভিকটিম উদ্ধারসহ এক অপহরণকারী আটক জয়পুুরহাট র‍্যাব-৫ এর অভিযানে ভিকটিম উদ্ধারসহ এক অপহরণকারী আটক


র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে,বগুড়ার দুপচাচিয়ায় বিশেষ একটি অভিযান চালিয়ে মোছাঃ ইশিতা খাতুন (১৮) নামে এক ভিকটিমকে উদ্ধারসহ মোছাঃ রিমি আক্তার (২৩) নামে অপহরণকারীকে আটক করেছে র‍্যাব সদস্যরা।

শনিবার (২৮ মে) দুপুরে বগুড়ার দুপচাচিয়া উপজেলার মাস্টারপাড়ায় এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে অপহরণকৃত এক ভিকটিমকে উদ্ধারসহ এক অপহরণকারী কে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত ভিকটিম,মোছাঃ ইশিতা খাতুন আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামের মোঃ মনছুর রহমানের মেয়ে। এবং আটককৃত অপহরণকারী মোছাঃ রিমি আক্তার একই এলাকার মোঃ রিয়াজুল ইসলামের মেয়ে।

শনিবার সন্ধায় র‍্যাব-৫ জয়পুুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,অভিযুক্ত মোছাঃ রিমি খাতুন আনুমানিক ২ মাস আগে ভিকটিমকে চাকরীর লোভ দেখিয়ে ভিকটিমের নিজ বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রাম থেকে বগুড়ার দুপচাচিয়া উপজেলায় নিয়ে যায় এবং তাকে ভাড়া বাসায় আটক করে রাখে। পরবর্তীতে ভিকটিমের বাবা আক্কেলপুর থানার একটি অভিযোগ দায়ের করে উক্ত অভিযোগের কপি নিয়ে ২৮ মে তারিখে জয়পুুরহা র‍্যাব ক্যাম্পে অভিযোগ করলে ক্যাম্পের নিজস্ব গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সাহায্যে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে আটককৃত অপহরণকারী মোছাঃ রিমি আক্তারের বিরুদ্ধে আক্কেলপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।