২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১২:৩৪:৫৬ অপরাহ্ন


সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-০৫-২০২২
সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু ফাইল ফটো


সিরাজগঞ্জের তাড়াশে মুরগির খামারের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে জান্নাতি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ মে) সকালে উপজেলার তালম ইউনিয়নের তালম গ্রামের শিবপাড়ায় এ ঘটনা ঘটে।

জান্নাতি তালম ইউনিয়নের শিবপাড়ার জিল্লুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবপাড়ায় আবু তালেব নিজ বাড়িতে মুরগির খামারে শেয়াল তাড়াতে রাতে জিআই তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। ভোরে জান্নাতি আম কুড়াতে গিয়ে ওই বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

তালম ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য তালেব হোসেন বলেন, ‘খামারি আবু তালেব আমাকে সকালে মোবাইল ফোনে বলেন, তার মুরগির খামারের শেয়াল মারা ফাঁদে একটি শিশু মারা গেছে। শিশুটিকে তিনি খামারের পাশের একটি পরিত্যক্ত জায়গায় আবর্জনা দিয়ে ঢেকে রেখেছিলেন। পরে আমি পুলিশকে খবর দিই।’

তাড়াশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘আবু তালেব তার মুরগির ফার্মে শেয়াল তাড়াতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। তাতে স্পৃষ্ট হয়ে শিশু জান্নাতির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফার্মের মালিক তালেবকে খোঁজা হচ্ছে। ঘটনার মূল কারণ উদঘাটনের চেষ্টা চলছে। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির মরদেহ থানায় আনার প্রস্তুতি চলছে।’

রাজশাহীর সময়/এইচ