১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৯:৩৩:০২ অপরাহ্ন


রাজশাহীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ৩০-০৫-২০২২
রাজশাহীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রাজশাহীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


রাজশাহী জেলা প্রশাসন আয়োজনে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকার (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (৩০ মে) সকাল ১০টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। এরপরে উদ্বোধনী দিনে পবা বনাম মোহনপুরের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইফতে খায়ের আলম, জেলা শিক্ষা অফিসার মোহা. নাসির উদ্দিন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. ডাবলুু সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুল নবী অনু, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গির হোসেন প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সানওয়ার হোসেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম, চারঘাট উপজেলা নির্বাহী অফিসার

সৈয়দা সামিরা, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক সুফিয়ান, দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাস, বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।

উল্লেখ্য যে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্টে রাজশাহী সিটি করপোরেশনের ৪টি থানাসহ বালক ১৩টি ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ননামেন্ট বালিকা ১৩টি দল অংশগ্রহণ করবেন।

রাজশাহীর সময়/এইচ