২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৩:৩৭:৪২ অপরাহ্ন


মহানগরীতে সরকারি গ্যাস পাইপ লাইনের কাজে সাংবাদিক পরিচয়ে বাধা দান ! দেখা না করলে নিউজের হুমকি
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ৩১-০৫-২০২২
মহানগরীতে সরকারি গ্যাস পাইপ লাইনের কাজে সাংবাদিক পরিচয়ে বাধা দান ! দেখা না করলে নিউজের হুমকি মহানগরীতে সরকারি গ্যাস পাইপ লাইনের কাজে সাংবাদিক পরিচয়ে বাধা দান ! দেখা না করলে নিউজের হুমকি


রাজশাহী মহানগরীর তালাইমারি হতে কল্পনা সিনেমা হল স্বচ্ছ টাওয়ার- এর মোড় পর্যন্ত গ্যাস পাইপ লাইনের উন্নয়ন কাজ চলছে। কাজ চলমান অবস্থায় সাাংবাদিক পরিচয় প্রদানকারি দু’জন সরকারি কাজে বাধা প্রদান করেন।

এরা হলেন, হিরু ও তার সহযোগী। 

এক পর্যায়ে এলাকাবাসীর চাপের মুখে তারা ঘটনাস্থান ত্যাগ করেন। তার আগে গ্যাস পাইপলাইনের ঠিকাদার, মোঃ মনছুর আলী মন্ডলকে ১ ঘন্টার মধ্যে তাদের অফিসে দেখা করতে বলেন। অন্যথায় নিউজ প্রকাশ করার  হুমকি দেন তারা।

মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার আহম্মদপুরে ঠিকাদারকে এ হুমকি দেন তারা।

এ বিষয়ে ঠিকাদার মনছুর আলী মন্ডল বলেন, আমি সঠিক নিয়মে কাজ করছি এবং এলাকাবাসীর অনুরোধে কারো কোন প্রকার ক্ষতি না হয় সেভাবেই কাজ চলমান রেখেছি। আমার কাজের বিষয়ে কেউ যদি অনৈতিক চাহিদা পূরণের জন্য মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করবো বলেও জানান তিনি।