১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০২:৩২:১৮ অপরাহ্ন


আফগানদের জন্য তুরস্ক পাঠাল ৭৪৮ টন পণ্য সামগ্রী
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৮-০১-২০২২
আফগানদের জন্য তুরস্ক পাঠাল ৭৪৮ টন পণ্য সামগ্রী ফাইল ফটো


আর্থিকভাবে বর্তমানে খারাপ সময় যাচ্ছে আফগানিস্তনের। অনেক মানুষ এখনো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। সাধারণ মানুষ এখনো তিনবেলা খেতে পারছেন না। সেই সঙ্গে আছে আরো অনেক সমস্যা। আর আফগানদের এসব সমস্যা কিছুটা লাঘব করার জন্য 'দয়ার ট্রেন' নামে একটি বিশেষ ট্রেন পাঠিয়েছেন তুরষ্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

বৃহস্পতিবার মোট ৪৬টি বগি নিয়ে ট্রেনটি তুরস্কের আঙ্কারা থেকে রওনা দিয়েছে।কাপড়, খাবার, শীতবস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ মোট ৭৪৮ টন পণ্য সামগ্রী আছে ট্রেনটিতে। আফগানিস্তানে পৌছাতে ট্রেনটির সময় লাগবে ১৬দিন। ট্রেনটি ইরান ও তুর্কমেনিস্তান হয়ে এরপর আফগানিস্তানে পৌছাবে।

আঙ্কারা স্টেশনে ট্রেনটিকে বিদায় জানাতে আসেন তুরস্কের যোগাযোগমন্ত্রী আদিল কারাইসমাইলোগলু।তিনি জানান গত চার বছরে বিশ্বে সবচেয়ে বেশি সহায়তা পাঠিয়েছে তুরস্ক। এ ব্যপারে তিনি বলেন, গত চার বছরে সবচেয়ে বেশি সহায়তা পাঠিয়েছি আমরা।যদিও আমেরিকা ও ইউরোপ আমাদের চেয়ে ধনী দেশ। কিন্তু আমরা হলাম ওই জাতির সন্তান যারা মনের দিক দিয়ে ধনী।

রাজশাহীর সময় /এএইচ