১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৬:৪৭:৩২ পূর্বাহ্ন


চারঘাটে প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠান
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-০৬-২০২২
চারঘাটে প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠান চারঘাটে প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠান


আগামী ১৫-২১ জুন পর্যন্ত হতে যাওয়া জনশুমারী ও গৃহগননা কার্যক্রম বিষয়ে মুল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন 

অনুষ্ঠান অনুিষ্ঠত হয়েছে। রাজশাহীর চারঘাট উপজেলা পরিসংখ্যন কার্যালয় আয়োজনে শনিবার (৪ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সৈয়দা 

সামিরার সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিসংখ্যন কর্তকর্তা সৈয়দ কামাল উদ্দিন হায়দার। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র একরামুল হক, উপজেলা প্রোগ্রাম অফিসার মেহেদী হাসান , উপজেলা পরিসংখ্যন জোনাল কর্মকর্তা রেজাউল করিমসহ প্রথম পযার্য়ে পৌরসভার ৬০ জন গননাকারী ও সুপারবাইজারবৃন্দ অংশ গ্রহন করেন। 

এই প্রথম ডিজিটাল মাধ্যমে মুল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম এর প্রশিক্ষণ নিদের্শনা জিআইএস ম্যাপের মৌলিক বিষয়াবলী সম্র্পকে ধারনা প্রদান করা 

হয়। সবশেষে গননাকারীদের প্রত্যেককে একটি করে ট্যাব প্রদান করেন ইউএনও সৈয়দা সামিরা ।