২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১০:১৫:২৪ পূর্বাহ্ন


চারঘাটে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী
চারঘাট প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৮-০৬-২০২২
চারঘাটে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী চারঘাটে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী


রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসন, রাজশাহী ও তথ্য কমিশন বাংলাদেশ আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে তথ্য অধিকার আইন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চনালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ছিলেন মুহিবুল হোসেইন সাবেক সচিব তথ্য কমিশন ঢাকা।

বিশেষ অতিথি হিসাব উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, লিটন কুমার প্রামানিক জনসংযোগ কর্মকর্তা, তথ্য কমিশন ঢাকা, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ডিজিএম রঞ্জন কুমার, অবসরপ্রাপ্ত শিক্ষক ও জেলা আওয়ামীলীগ সদস্য সাইফুল ইসলাম । 

এছাড়া অন্যাদেও মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, সরদহ সরকারী মহাবিদ্যালয় (অঃপ্রাঃ) মাজদার রহমান, প্রানি সম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এস এম মোজাম্মেল হকসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান, শিক্ষক , এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। 

এদিকে বুধবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসন, রাজশাহী ও তথ্য কমিশন কর্তৃক তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা  অনুষ্ঠিত হয়েছে। ইউএনও সৈয়দা সামিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন মুহিবুল হোসেইন সাবেক সচিব তথ্য কমিশন ঢাকা। 

প্রধান অতিথি বলেন, তথ্য অধিকার আইনের আওতায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ও কতর্ৃপক্ষের জন্য নির্দেশিকাসহ বিভিন্ন জনগনের যে  সকল তথ্য অধিকার চাহিলে তা নিশ্চিত করা।