২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১০:৩৮:৩৫ অপরাহ্ন


উজানের ঢলের পানিতে সুনামগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৩-০৬-২০২২
উজানের ঢলের পানিতে সুনামগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত উজানের ঢলের পানিতে সুনামগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত


টানা কয়েক দিনের বৃষ্টিপাত ও উজানের ঢলের পানিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে উপজেলা পরিষদ, হাটবাজার, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা। সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে উপজেলার ফতেহপুর ও দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের গ্রামগুলো।

এদিকে সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া যাদুকাটা রক্তি, বৌলাই, চলতি, পুরাতন সুরমা নদীতে পানিপ্রবাহ বেড়েছে। সুনামগঞ্জ শহরের নদ সাহেববাড়ির ঘাট এলাকায় সুরমা নদীর পানি উপচে রাস্তাঘাটে উঠে পড়েছে।

পাহাড়ি ঢলে তাহিরপুর বিশ্বম্ভরপুর সড়কের শক্তিয়ারখলা এলাকার ডুবন্ত সড়ক নিমজ্জিত হওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদি উর রহিম জাদিদ বলেন, পাহাড়ি ঢলে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ২০ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।

 পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, পানি কিছুটা বেড়েছে, তবে এখনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। গত ২৪ ঘণ্টায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।