২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৩৫:১৩ অপরাহ্ন


সর্বোচ্চ ভোট পেলেন নায়ক ফেরদৌস
তামান্না হাবিব নিশু
  • আপডেট করা হয়েছে : ২৯-০১-২০২২
সর্বোচ্চ ভোট পেলেন নায়ক ফেরদৌস নায়ক ফেরদৌস, ফাইল ফটো


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল জাগো নিউজের কাছে পৌঁছেছে৷ এবারের নির্বাচনে ২০২২-২৪ মেয়াদের জন্য সভাপতি পদে জয়ী হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

সাধারন সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান। তার চেয়ে ১৩ ভোট কম পেয়ে ১৬৩ ভোট পেলেন নিপুণ।

তবে এবারের নির্বাচনটা নিজের করে নিলেন নায়ক ফেরদৌস। তিনি কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২৪০!

শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক চাপের কারণে নির্বাচনের শুরু থেকে মাঠে ছিলেন না 'হঠাৎ বৃষ্টি'খ্যাত এ নায়ক। তিনি ২৫ তারিখ থেকে সক্রিয় হয়েও সর্বাধিক ভোট পাওয়ার নজির গড়লেন।

এদিকে ফেরদৌসের পরই আছেন দফতর সম্পাদক পদে আরমান, ২৩২ভোট।

এবারের নির্বাচনে ভোটার ছিলেন ৪২৮। ভোট দিয়েছেন ৩৬৫ জন। এরমধ্যে কার্যকরী পরিষদের সদস্যপদে বাতিল হয়েছে ১০টি ভোট৷ আর সম্পাদকীয়তে বাতিল হয়েছে ২৬টি ভোট৷

প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচন পরিচালনা করেছেন পীরজাদা শহীদুল হারুন। তার সঙ্গে কমিশনার হিসাবে রয়েছেন বিএইচ নিশান ও জাহিদ হোসেন।

রাজশাহীর সময় / এফ কে