২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১১:২৮:৩১ অপরাহ্ন


ভবিষ্যতে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কে পরবে, জানালেন নেইমার
ক্রিড়া ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১৯-০৬-২০২২
ভবিষ্যতে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কে পরবে, জানালেন নেইমার ভবিষ্যতে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কে পরবে, জানালেন নেইমার


ব্রাজিলের ১০ নম্বর জার্সিটার ওজন অনেক! এই জার্সি পরেই খেলেছেন কিংবদিন্ত পেলে, জিকো, রিভালদো, রোনালদিনহোরা। বর্তমানে এই দামি জার্সিটা পরছেন নেইমার জুনিয়র। এই ১০ নম্বর জার্সি পরেই কাতার বিশ্বকাপে নামবেন নেইমার। ২০২৬ সালের বিশ্বকাপে হয়তো নেইমারের খেলা হবে না, অবসর নিয়ে ফেলতে পারেন কাতার বিশ্বকাপের পরপরই।

তবে নেইমার ইঙ্গিত দিয়েছেন তাঁর পর কে পরবে বিখ্যাত ১০ নম্বর জার্সিটি।

রিয়াল মাদ্রিদের তরুণ তারকা রদ্রিগো সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “নেইমার আমাকে বলেছেন, ‘আমি যখন জাতীয় দল ছাড়ব তখন ১০ নম্বর জার্সিটি হবে তোমার। ’ এই কথার উত্তরে আমি কী বলব তা বুঝে উঠতে পারছিলাম না। আমি বিব্রত হয়েছিলাম, আমি হাসছিলাম। ”

kalerkantho

রদ্রিগো বলেন, “আমি তাকে বলেছিলাম যে, তাকে আরও কিছুদিন খেলতে হবে আমাদের সঙ্গে। তিনি এখনই তা করুক (অবসর নেওয়া), আমি এটা চাই না। এরপর তিনি (নেইমার) হেসেছিলেন। ”

কখনো ব্যালন ডি’অর না জেতা হলেও ব্রাজিলের হয়ে সবসময় দুর্দান্ত নেইমার। দেশের হয়ে এরই মধ্যে ৭৪ গোল হয়ে গেছে তাঁর। আর ৪ গোল করলেই গোলসংখ্যায় কিংবদন্তি পেলেকেও (৭৭ গোল) ছাড়িয়ে যাবেন এই পিএসজি তারকা।