২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০১:০৩:৫০ পূর্বাহ্ন


রাজশাহী মহানগরীতে ১৮ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২২-০৬-২০২২
রাজশাহী মহানগরীতে ১৮ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার রাজশাহী মহানগরীতে ১৮ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি মো: শাহাজাহান আলী গ্রেফতার।


রাজশাহী মহানগরীতে ১৮ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি মো: শাহাজাহান আলীকে গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ।

মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় ৭ টায় পাবনার আটঘরিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাজশাহী মহানগরীর লক্ষীপুর টিবি রোডের মৃত আক্কেল আলীর ছেলে মো: শাহাজাহান আলী।

অভিযান পরিচালনা করেন  রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই কাজল কুমার নন্দী, এসআই নুর ইসলাম ও তাদের দল। 

ঘটনা সূত্রে জানা যায়, আসামি শাহাজাহান আলীর বিরুদ্ধে আরএমপি'র রাজপাড়া থানায় ৮ টি সাজা গ্রেফতারী পরোয়ানাসহ ১৮ মামলার গ্রেফতারী পরোয়ানা মূলতবি ছিলো। সে মামলা গুলোয় তার মোট সাজা ৬ বছর ৩ মাস ও ১ কোট ৩০ লক্ষ টাকা অর্থদন্ড। শাহাজাহানকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে রাজপাড়া থানা পুলিশ। গতকাল ২১ জুন ২০২২ তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি শাহাজাহান পাবনা জেলার আটঘরিয়া থানা এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় ৭ টায় পাবনার আটঘরিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শাহাজাহানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।   

রাজশাহীর সময়/এ