০১ Jul ২০২২, শুক্রবার, ০৫:৩৫:৫৬ পূর্বাহ্ন


গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ২৩-০৬-২০২২
গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে রহনপুর কলোনী মোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, রহনপুর পৌর আওয়ামীলগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, বাংলাদেশ আওয়ামীলীগ গোমস্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম,আওয়ামীলীগ নেতা মঈনুদ্দিন, চৌডালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী চুটু মাস্টার, সাধারণ সম্পাদক আনসার আলী,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, রাজশাহী মেডিকেল কলেজের অবঃ সচিব একরামুল হক,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারি, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয়, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শহিদুজ্জামান আনসারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা টগর মোহাম্মদ সালেহ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, সহ-সভাপতি সাবিহা শবনম কেয়া প্রমুখ। পরে বঙ্গবন্ধুর পরিবার বর্গ ও সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।