২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৪:৪৪:৪৬ পূর্বাহ্ন


গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ‘চায়না ইউনিকম’
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-০১-২০২২
গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ‘চায়না ইউনিকম’ ফাইল ফটো


জাতীয় নিরাপত্তা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনের আরেক টেলিকম কোম্পানি চায়না ইউনিকমের কার্যক্রমও নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। ৬০ দিনের মধ্যে কোম্পানিটিকে যুক্তরাষ্ট্রে টেলিকম সেবা বন্ধ করতে বলা হয়েছে। মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) এ ঘোষণা দিয়েছে।

বিবিসির খবরে জানা গেছে, গত কয়েক বছরে একের পর এক চীনা প্রযুক্তি ও টেলিকম কোম্পানিকে লক্ষ্যবস্তু করছে যুক্তরাষ্ট্র। এর পেছনের কারণ হলো নিরাপত্তাজনিত উদ্বেগ। একই কারণ দেখিয়ে গত অক্টোবরে চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করে ওয়াশিংটন। সেই তালিকায় যুক্ত হলো চায়না ইউনিকমও।

এ বিষয়ে এফসিসির চেয়ারপারসন জেসিকা রোজেনওয়ারসেল বলেন, ‘আমাদের টেলিযোগাযোগ নেটওয়ার্কগুলোর জন্য চীনের রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা হুমকি তৈরি করছে। এ বিষয়ে বেশ কিছু আলামত পাওয়া গেছে।’

অন্যদিকে চায়না ইউনিকম কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন আইন ও বিধিনিষেধের সঙ্গে সংগতি রেখেই যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম পরিচালিত হয়।

এর আগে গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি আইনে স্বাক্ষর করেন। সিকিউর ইকুইপমেন্ট অ্যাক্ট নামের ওই আইন অনুযায়ী, নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচিত কোম্পানিগুলো নতুন টেলিকম সরঞ্জাম লাইসেন্স পাবে না।

রাজশাহীর সময় / এফ কে