২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১১:৩৫:০৯ অপরাহ্ন


চট্টগ্রামে পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ ২জন কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার
আবু হেনা
  • আপডেট করা হয়েছে : ২৭-০৬-২০২২
চট্টগ্রামে পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ ২জন কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার চট্টগ্রামে পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ ২জন কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার


চট্টগ্রামের পৃথক দুইটি অভিযানে ১৯৭ বোতল ফেন্সিডিল এবং ৫ কেজি গাঁজাসহ দুইজন কুখ্যাত মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

রোববার (২৬ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন পুরাতন রেলষ্টেশন এলাকা হতে ১৯৭ বোতল ফেন্সিডিলসহ মোঃ আরিফুল হক (৩৬) ও শুক্রবার (২৪ জুন) রাত সোয়া ১টার দিকে সীতাকুন্ড মডেল থানাধীন ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর হতে ৫ কেজি গাঁজাসহ মোঃ রুবেল (৪০)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: চট্টগ্রাম জেলার বন্দর থানাধীন বন্দর গ্রামের মৃত. হামিদুল হকের ছেলে মোঃ আরিফুল হক ও ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানাধীন কুটিজাজিয়ারা গ্রামের মৃত আজিজের ছেলে মোঃ রুবেল।

অভিযান পরিচালনা করেন র‌্যাব-৭, চট্টগ্রাম এর দু’টি আভিযানিক দল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, একজন পেশাদার মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন পুরাতন রেলষ্টেশন এলাকার পাকা রাস্তার উপর অবস্থান করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে রোববার ২৬ জুন বিকাল সাড়ে ৩টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আরিফুল হক আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর স্বীকারোক্তি, দেখানো ও সনাক্ত মতে তার কাছে কাঁধে ও হাতে থাকা দুইটি ব্যাগের ভিতর হতে সর্বমোট ১৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

অপর একটি সংবাদের মাধ্যমে জানতে পারে যে, জনৈক মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানাধীন ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর মাদকদ্রব্য (গাঁজা) বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ জুন রাত সোয়া ১টার দিকে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রুবেলকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর স্বীকারোক্তি ও দেখানো মতে তার হেফাজতে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভিতর হতে ৫ কেজি গাঁজা উদ্ধারসহ আসামী’কে গ্রেফতার করা হয়। 

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতমাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা কুমিল্লা ও ব্রাক্ষণবাড়ীয়াসহ দেশে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গার মাদক সেবী ও মাদক বিক্রেতাদের নিকট খুচরা ও পাইকারী বিক্রয় করে আসছে। 

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।       

রাজশাহীর সময়/এএইচ