২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০২:২৫:৫১ অপরাহ্ন


পাঁচবিবি পৌর নির্বাচনে আবারো নৌকার মাঝি হলেন- হাবিব
নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ২৭-০৬-২০২২
পাঁচবিবি পৌর নির্বাচনে আবারো নৌকার মাঝি হলেন- হাবিব পাঁচবিবি পৌর নির্বাচনে আবারো নৌকার মাঝি হলেন- হাবিব


আগামী ২৭ শে জুলাই জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আ"লীগ দলীয় মনোনীত নৌকা মার্কা প্রতীক পেয়ে আবারো নৌকার মাঝি হলেন পাঁচবিবি পৌরসভার সাবেক পৌর মেয়র উপজেলা আ"লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব।

আবারো হাবিবুর রহমান হাবিব কে দলীয় প্রতীক নৌকায় মনোনীত করাই পাঁচবিবি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মিছির উদ্দিন মন্ডল দেশরত্ব শেখ হাসিনাকে উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষেথেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

এছাড়া সাবেক উপজেলা যুবলীগ সভাপতি ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সম্পাদক পলাশ চন্দ্র ঘোষ,পৌর ছাত্রলীগ সম্পাদক সাইদুর রহমান রাজু ও পৌর স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক মোসাইদ আল-আমিন সাদসহ অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাবিবুর রহমান হাবিককে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

উল্লেখ্য গত ১৩ শে জুন পৌর আ"লীগ বিশেষ বর্ধিত সভার মাধ্যমে দলীয় প্রধান শেখ হাসিনার নিকট ১৬ জন মনোনয়ন প্রত্যাশীর নামের তালিকা পাঠানো হয়।  উক্ত তালিকায় প্রার্থীর রাজনৈতিক জীবন কাহিনী বিশ্লেষণ ও যাচাই বাছাই শেষে রবিবার বিকেলে দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন দল প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঁচবিবি উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানাযায়, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ শে জুন,বাছাই বাছাই ৩০ শে জুন, প্রার্থীদের প্রত্যাহারের শেষ তারিখ ৭ শে জুলাই এবং ২৭ জুলাই ইলেকট্রিক মেশিন(ইভিএম) পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।