১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪১:১৫ পূর্বাহ্ন


নাটোরে বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
আবু হেনা
  • আপডেট করা হয়েছে : ২৯-০৬-২০২২
নাটোরে বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার নাটোরে বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী মোঃ রজন আলী (২৩) গ্রেফতার।


নাটোরে ২টি বিদেশী পিস্তলসহ মোঃ রজন আলী (২৩) নামে এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার র‌্যাব-৫।

মঙ্গলবার (২৮ জুন) রাত সাড়ে ৭টায় নাটোর সদর থানাধীন বনবেল ঘড়িয়া পশ্চিম বাইপাস মোড়স্থ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ হতে বিদেশী পিস্তল-২টি, ম্যাগজিন-২টি, গুলি-২ রাউন্ড ও নগদ-৪,০০০/-টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার অস্ত্র ব্যবসায়ী রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন আলিফ মিম ভাটারমোড় গ্রামের মোঃ কেতাব আলীর ছেলে মোঃ রজন আলী।

অভিযান পরিচালনা করেন র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে বানেশ্বর হতে বাস যোগে একজন ব্যক্তি অবৈধ দ্রব্য নিয়ে পাবনার উদ্দেশ্যে যাবে। এরই প্রেক্ষিতে নাটোর জেলার নাটোর সদর থানাধীন বনবেল ঘড়িয়া পশ্চিম বাইপাসে চেকপোষ্ট স্থাপন করে বাসে তল্লাশী চালায়। তল্লাশীকালে “মেহেদী পরিবহন” নামক বাসে তল্লাশীকালীন সন্দেহভাজন হলে মোঃ রজন আলীকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্যমতে বাস হতে বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

উক্ত আসামীর বিরুদ্ধে নাটোর জেলার নাটোর সদর থানায় The Arms Act 1878 Gi 19(A)/19f  ধারায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাজশাহীর সময়/এম