১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০৮:০৯:০০ অপরাহ্ন


ক্যানাডায় বন্দুকধারীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়, নিহত দুই
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৯-০৬-২০২২
ক্যানাডায় বন্দুকধারীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়, নিহত দুই ক্যানাডায় বন্দুকধারীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়, নিহত দুই


ক্যানাডার ব্রিটিশ কলোম্বিয়াতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে দুই বন্দুকধারী নিহত হয়েছেন৷ আহত হয়েছেন ছয় পুলিশ কর্মকর্তা৷ সন্দেহজনক বিস্ফোরক ডিভাইসের উপস্থিতির কারণে আশেপাশের বাড়ি থেকে মানুষজনকে সরিয়ে নিয়েছে পুলিশ৷

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে ভ্যানকুভার দ্বীপের সানিচে ব্যংক অব মনট্রিলের কাছে স্থানীয় সময় সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে৷ খবর পেয়ে সেখানে জরুরি নিরাপত্তা দল পাঠিয়েছে তারা৷ সানিচ পুলিশ বলেছে, ‘‘সন্দেহভাজনদের সঙ্গে সংশ্লিষ্ট একটি গাড়িতে সম্ভাব্য বিস্ফোরকের কারণে আশেপাশের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে মানুষজন সরিয়ে নেয়া হয়েছে৷

সেখানকার পুলিশ প্রধান ডিন ডুথি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সন্দেহভাজনরা ভারি অস্ত্র সজ্জিত ছিল৷ বন্দুকধারীদের গুলিতে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন৷ ডুথি জানান, তাদের কয়েকজন দ্রুতই হাসাপাতাল থেকে ছাড়া পাবেন৷ তবে বাকিরা গুরুতরভাবে আহত হয়েছেন৷

এই ঘটনায় কোন নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে৷ সহিংসতার ঘটনায় ‘হতবাক ও দুঃখিত' বলে এক টুইটে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷ পুলিশের সাহসী ভূমিকার প্রশংসাও করেন তিনি৷ 

এফএস/কেএম (রয়টার্স)