২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১০:৩৮:৪১ অপরাহ্ন


হজে গিয়ে ১৩ বাংলাদেশির মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৬-০৭-২০২২
হজে গিয়ে ১৩ বাংলাদেশির মৃত্যু হজে গিয়ে ১৩ বাংলাদেশির মৃত্যু


সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের মৌসুমে হজ পালন করতে গিয়ে ১৩ বাংলাদেশি মারা গেছেন (ইন্না…রাজিউন)। তাদের মধ্যে চারজন নারী রয়েছেন।ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ৪ জুলাই মো. আবদুল মোতালিব (৫৮) নামের এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তার বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার তিলনা গ্রামে। তার পাসপোর্ট নম্বর: বিটি ০৬৮৬৭১০।

এর আগের দিন খায়বার হোসেন (৫৫) নামের আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়। তার পাসপোর্ট নম্বর ইএফ ০১৫৬১৬২। তিনি রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা। গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজ করতে গিয়েছেন ৬০ হাজার ১৩৯ জন।