২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৫০:৩৪ অপরাহ্ন


বগুড়া ও সিরাজগঞ্জে হেরোইন এবং বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক কারবারী গ্রেফতার ২
আবু হেনা
  • আপডেট করা হয়েছে : ৩০-০১-২০২২
বগুড়া ও সিরাজগঞ্জে হেরোইন এবং বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক কারবারী গ্রেফতার ২ বগুড়া ও সিরাজগঞ্জে হেরোইন এবং বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক কারবারী গ্রেফতার ২


বগুড়া ও সিরাজগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইন এবং ১০৮াট বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

গতকাল শনিবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত বগুড়া জেলার শেরপুর থানাধীন সিংহের শিমলা গ্রাম ও সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন ৪ নং ওয়ার্ডস্থ সয়াধানগড়া গ্রামস্থ বনাজী মোড় হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা পূর্বপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলাম শেখের স্ত্রী মোছাঃ রুবিয়া খাতুন (৪০) ও সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন সয়াধানগড়া গ্রামের মৃত বাদল শেখের ছেলে মোঃ লিটন শেখ(৪০)।

অভিযান পরিচালনা করেন র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর এম. রিফাত-বিন-আসাদ এবং সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল। 

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৩৬(ক) ও ৩৬(১) এর সারণীর ০৮(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে বগুড়া জেলার শেরপুর থানায় ও সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

রাজশাহীর সময় /এএইচ