১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৮:০৯:১৯ পূর্বাহ্ন


প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় ক্ষেতলাল পৌর মেয়র বুলুকে অবাঞ্ছিত ঘােষণা
নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ০৬-০৭-২০২২
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় ক্ষেতলাল পৌর মেয়র বুলুকে অবাঞ্ছিত ঘােষণা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় ক্ষেতলাল পৌর মেয়র বুলুকে অবাঞ্ছিত ঘােষণা


প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের যুগম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু'কে অবাঞ্ছিত ঘােষণা করেছে উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

গত সােমবার রাতে উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে তাকে অবাস্থিত ঘােষণা করা হয়।

সিরাজুল ইসলাম বুলু গত ২০১৭ সালের ২৩ মে পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে মেয়র নির্বাচিত হন। দীর্ঘ কয়েক বছর আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি আবারো দলের মনােনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন বোর্ড যাচাই বাছাই করে এবারের নির্বাচনে সিরাজুল ইসলাম বুলুকে মনােনয়ন না দিয়ে। নবনির্বাচিত ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম

সরদারকে নৌকা প্রতীক দিয়ে মেয়র পদে দলীয় মনোনিত করেছে মনোনয়ন বোর্ড।

এতে পৌর মেয়র সিরাজুল ইসলাম  বুলু ক্ষুদ্ধ হয়ে জেলার কতিপয় কয়েকজন সাংবাদিকদের মাথাপিছু ১ হাজার করে দিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংবাদ সম্মেলন করে নিজেকে বিদ্রোহী প্রার্থী ঘােষণা করেন।

ক্ষেতলাল পৌর এলাকার ইটাখােলা বাজারে তার কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতাকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশালীন বিভিন্ন মন্তব্য করেন।

তার দেয়া বক্তব্যের ভিডিও সামাজিক যােগাযােগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয় এবং গত সােমবার রাত ৮ টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযােগী অঙ্গসংগঠনের আয়ােজনে ক্ষেতলালের জিরাে পয়েন্টে সিরাজ্ুল ইসলাম বুলু'র বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাও করা হয়। 

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনােয়ারুজ্জামান ইসলাম তালুকদার নাদিম এর সভাপতিত্বে,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মােস্তাকিম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গােলাম মহিউদ্দিন,আওয়ামী কলীগ নেতা এ্যাড. এস এম মােরশেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম, যুবলীগ নেতা আবু মুসা কিং, ছাত্রলীগ নেতা জুল আরশ শুভসহ আরও অনেকেই।

ওই সমাবেশে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনােয়ারুজ্জামান তালুকদার নাদিম বুধবার দুপুরে প্রতিবেদককে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহারসহ ৪৮ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে তিনি ক্ষমা না চাওয়া পর্যন্ত তাকে অবাঞ্ছিত ঘােষণা করা হয়েছে।

এব্যাপারে অভিযুক্ত ক্ষেতলাল পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলুর সাথে মুঠোফোনে কথা বললে তিনি উত্তেজিত কন্ঠে বলেন আমি এখন ব্যস্ত আছি কথা বলার সময় নেই বলে তিনি সাংবাদিককের কলটি কেঁটে দেন।