১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৯:৫২:২৪ পূর্বাহ্ন


রাজশাহীতে চাঞ্চল্যকর সানী হত্যা মামলার প্রধান আসামী মোঃ মঈন সহ গ্রেফতার -৩
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০৮-০৭-২০২২
রাজশাহীতে চাঞ্চল্যকর সানী হত্যা মামলার প্রধান আসামী মোঃ মঈন সহ গ্রেফতার -৩ রাজশাহীতে চাঞ্চল্যকর সানী হত্যা মামলার প্রধান আসামী মোঃ মঈন সহ গ্রেফতার -৩


রাজশাহীতে চাঞ্চল্যকর সানী হত্যা মামলার প্রধান আসামী মোঃ মঈন অরফে আন্নাফসহ ৩জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (৮ জুলাই) দিবাগত রাত ২টায় কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন প্রতাপ গ্রামের জনৈক মোঃ মেজবাহ উদ্দিন আহম্মেদ অরফে বিদ্যুতের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: সানী হত্যার ১নং এবং প্রধান আসামী মোঃ মঈন অরফে আন্নাফ (২০),  ৫নং আসামী মোসাঃ বিথী (৩০) ও তাদের সহিত পলায়নরত অবস্থায় গ্রেফতার মোসাঃ হাবিবি কুমকুম অরফে সাবা ঐশী (১৯)। 

শুক্রবার রাত ৮টায় র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ  তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গত (৩ জুলাই) রাতে আহত বন্ধু সিজারকে দেখতে যায় মোঃ সানি (১৭)। এ সময় কয়েকজন যুবক জোর করে তুলে নিয়ে রাজশাহী মহানগরীর হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় কফিল উদ্দিন জামে মসজিদের পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত সানির পিতা বাদী বোয়ালিয়া মডেল থানায় ৪জুলাই মামলা রুজু হয়। মামলার পর থেকেই আসামীদের গ্রেফতারে মাঠে নামে র‌্যাব-৫ এর সদস্যরা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।

মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের র‌্যাব-৫ এর আভিযানিকদল তৎপর রয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানায় র‌্যাব।