২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৪:০০:২১ অপরাহ্ন


রমজানে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকবে: বাণিজ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ৩০-০১-২০২২
রমজানে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকবে: বাণিজ্যমন্ত্রী ফাইল ফটো


বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ছোলা, চিনি, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পর্যাপ্ত পরিমাণে আমদানি করবে সরকার। এসব পণ্য প্রয়োজনে টিসিবির মাধ্যমে বিতরণ জোরদার করা হবে।

শনিবার বিকেলে লালমনিরহাটের শেখ শফিউদ্দিন কমার্স কলেজ মাঠে রোটারি ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

চাহিদা অনুয়ায়ী আমদানির মাধ্যমে রোজায় নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকবে বলে নিশ্চিত করেছেন বাণিজ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘আমরা সাধারণত ব্রাজিল থেকে ভোজ্য তেল আমদানি করে থাকি। ব্রাজিল তেলের দাম কমালে দেশেও দাম কমবে। এ ছাড়া দাম কমার সম্ভাবনা নেই।

এ সময় জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

রাজশাহীর সময় / এফ কে