২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৩:০৫:০৩ অপরাহ্ন


শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবে না বাংলাদেশ
ক্রিড়া ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১৩-০৭-২০২২
শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবে না বাংলাদেশ শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবে না বাংলাদেশ


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টিতে নড়বড়ে বাংলাদেশের ওয়ানডে সিরিজের শুরুটা বেশ দাপুটে। দ্বিতীয় ম্যাচেও জয় তুলে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বুধবার (১৩ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ক্যারিবীয়দের মোকাবিলায় মাঠে নামছে তামিম বাহিনী।

মাঠে নামার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ জানান, দ্বিতীয় ম্যাচ জিতে নির্ভার থাকতে চান তারা। অপেক্ষা করতে চান না সিরিজের শেষ ওয়ানডে পর্যন্ত। তিনি বলেন, ‘শেষ ম্যাচ পর্যন্ত তো অপেক্ষা করতে পারব না। কাল (বুধবার) জিতলেই যেহেতু সিরিজ জিতব, একটু নির্ভার থাকতে পারব। অবশ্যই জেতার জন্যই তো খেলব। তবে আরও বেশি ফোকাসড থাকব।’

এদিকে প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে ফিরে আসার বার্তা দিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরান। ভুলগুলো শুধরে নতুন পরিকল্পনা সাজানোর কথা জানিয়েছেন তিনি। জোর দিয়েছেন স্পিনের ওপরেই। সে সময় তিনি বলেছিলেন, ‘প্রথম ম্যাচে কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলো নিয়ে ভাবব। নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামব। দল হিসেবে আমরা বেশ ভালো। তবে বিশেষ করে স্পিনারদের কাছ থেকে আরও উইকেট আশা করি আমি। ওয়ানডে ফরম্যাটে ম্যাচ জয়ের উপায় খুঁজে পাওয়া আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ।’

তবে বসে নেয় বাংলাদেশও। স্বাগতিকদের সব পরিকল্পনা ভেস্তে দিতে নীলনকশা এঁকেছে তামিম বাহিনী। মিরাজ বলেন, ‘ওরা ফিরে আসতে চাইবে। ওরা ফিরে আসলেও কীভাবে আসতে পারে, সেগুলো নিয়ে এরই মধ্যে কথা হয়েছে। অধিনায়ক মিটিংয়ে কথা বলেছেন। দিনের শেষে ভালো খেলা গুরুত্বপূর্ণ। সবাই নিজেদের কাজটা করতে পারলেই জিততে পারব।’

জয়ের জন্য কী করতে হবে, সেটিও মনে করিয়ে দিয়েছেন এ অলরাউন্ডার, ‘জেতার জন্য প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ম্যাচ জিততে হলে যে প্রক্রিয়া—সেটি প্রত্যেক বিভাগেই ভালো করতে হবে। মাথায় অবশ্যই আছে ম্যাচ জেতার ভাবনা, তবে কীভাবে জিতব, সেটিও মাথায় আছে। সেসব নিয়েই আলোচনা হয়েছে।’

গায়ানায় প্রথম ম্যাচে টাইগার বোলারদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। ৮ ওভার বল করে এক মেডেনে ৩৪ রান খরচায় ৪ উইকেট শিকার করেন পেসার শরিফুল ইসলাম। ৯ ওভারের মধ্যে দুই মেডেন দিয়ে ৩৬ রান খরচায় মিরাজের শিকার ৩ উইকেট। মুস্তাফিজ ৩৪ রান খরচায় তুলে নেন এক উইকেট। অন্যদিকে উইকেট না পেলেও দুর্দান্ত ছিলেন নাসুম। ৮ ওভার বল করে তিন ওভার মেডেন দিয়ে খরচ করেছেন মাত্র ১৬ রান। রিভিউর মারপ্যাঁচে না পড়লে উইকেটও পাওয়া হয়ে যেত তার।

নিজেদের বোলিং পারফরম্যান্স নিয়ে মিরাজ বলেন, ‘গায়ানার উইকেটে স্পিনাররা অনেক সহায়তা পেয়েছে। নাসুম ভাই ভালো শুরু করেছে, মুস্তাফিজ উইকেট এনে দিয়েছে। শাই হোপের রেকর্ড আমাদের সঙ্গে ভালো, ফলে ওর উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল। আর আমিও চিন্তা করেছি, আমার ভূমিকা গুরুত্বপূর্ণ। মেরিট অনুযায়ী বল করার চেষ্টা করেছি। শরিফুলও অনেক ভালো করেছে। নাসুম উইকেট না পেলেও ভালো করেছে। তাসকিন ভাইও।’