২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৬:০০:২২ পূর্বাহ্ন


মেক্সিকোতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৬-০৭-২০২২
মেক্সিকোতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ ফাইল ফটো


মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে শুক্রবার (১৫ জুলাই) একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। দেশটির সিনালোয়া রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারে মোট ১৫ জন আরোহী ছিলেন। দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে নৌবাহিনী বলেছে, একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, সিনালোয়া প্রদেশে বিধ্বস্ত এ হেলিকপ্টারে ১৫ জন যাত্রী ছিলেন। বেঁচে যাওয়া একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অনির্দিষ্ট অপারেশনাল কার্যক্রম চালাতে গিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নৌবাহিনীর বিবৃতিতে দুর্ঘটনায় প্রাণ হারানো কর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নিবেদিতপ্রাণ এসব কর্মী জাতির সেবায় জীবন উৎসর্গ করেছেন।

এদিকে শুক্রবার (১৫ জুলাই) নৌবাহিনী ড্রাগ লর্ড রাফায়েল ক্যারো কুইন্টেরোকে আটক করেছে। তবে এই ঘটনার সঙ্গে কুইন্টেরোর গ্রেফতারের কোনো সম্পর্ক আছে কি না, তা এখনও জানা যায়নি।

রাজশাহীর সময়/এ