২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০১:৪০:২৩ অপরাহ্ন


রাজশাহী মহানগরীতে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৮-০৭-২০২২
রাজশাহী মহানগরীতে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহী মহানগরীতে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার


রাজশাহী মহানগরীতে ৪০লাখ টাকার হেরোইন-সহ আব্দুল খালেক (৪৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় নগরীর উপকন্ঠ দামকুড়া থানার আলীমগঞ্জ জবির মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারি মোঃ আব্দুল খালেক, রাজশাহীর গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের মোঃ শামসুদ্দিনের ছেলে।

সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল। 

তিনি জানান, সোমবার (১৮ জুলাই) সকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, নগরীর উপকন্ঠ দামকুড়া থানার আলীমগঞ্জ জবির মোড়ে টিটুল হেয়ার কাটিং সেলুনের সামনে দিয়ে লাল রঙের অটোরিক্সা যোগে জনৈক মাদক কারবারি মাদক নিয়ে আসবে।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে মহানগর ডিবি পুলিশের একটি দল অবস্থান করে। পরে তথ্য অনুযায়ী সকাল সাড়ে ৮টায় একটি অটোরিক্সা আসতে দেখে তাকে থামানো হয়। এ সময় খালেক নামের এক মাদক কারবারির শরীর তল্লাশী চালিয়ে ৪০০গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হেরোইনের অনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।

অভিযানটি পরিচালনা করেন, নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, এসআই মোহাঃ আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতার মাদক কারবারির আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।