২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১০:৫২:৪১ পূর্বাহ্ন


রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২২
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার


রাজশাহীর বানেশ্বরে বিপুল পরিমান ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম পিন্টু (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর দেড়টায় উপজেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর খুটিপাড়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৪০ পিস মরন নেশা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারি মোঃ শহিদুল ইসলাম পিন্টু, সে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন বুধপাড়া এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে। 

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, মঙ্গলবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহীর বানেশ্বর খুটিপাড়া (পীরপাড়া) গ্রামে একটি বাঁশঝাড় সংলগ্ন পাঁকা রাস্তায় জনৈক মাদক কারবারি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৪৪০ পিস মরন নেশা ইয়াবা ট্যালেটসহ শহিদুল ইসলাম পিন্টু নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। 

এ ব্যপারে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।