২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৪:০৫:৫২ পূর্বাহ্ন


রাজশাহীতে শিডিউলের বাইরে লোডশেডিং, ভোগান্তিতে ক্ষোভ
ইব্রাহীম হোসেন সম্রাট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২২
রাজশাহীতে শিডিউলের বাইরে লোডশেডিং, ভোগান্তিতে ক্ষোভ রাজশাহীতে শিডিউলের বাইরে লোডশেডিং


বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং মঙ্গলবার (১৯ জুলাই) থেকে শুরু হয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহীজুড়েও চলছে লোডশেডিং। এ লোডশেডিং পৃথকভাবে এক ঘণ্টা করে চলবে বলে বিভিন্ন এলাকার জন্য শিডিউল প্রকাশ করে রাজশাহী শহর ও পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)। কিন্তু মানা হচ্ছে না সেই শিডিউল। ফলে প্রখর রোদ ও ভ্যাপসা গরমের সঙ্গে অতিরিক্ত লোডশেডিংয়ে রাজশাহীর সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। নাকাল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

জানা গেছে, দেশের অন্যান্য অঞ্চলের মতো রাজশাহীতেও এলাকাভিত্তিক সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা ওয়েবসাইটে আপলোড করেছে নেসকো। কিন্তু সেই তালিকা অনুযায়ী রাজশাহীর সব এলাকায় সমহারে লোডশেডিংয়ের সরকারি নির্দেশনা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ফলে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে তীব্র গরমে রাজশাহীবাসীকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এছাড়া রাজশাহীজুড়ে চলা তাপপ্রবাহে গরমের তীব্রতায় অসুস্থ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও চরম নেতিবাচক প্রভাব পড়েছে। সরকারের নির্দেশনা অমান্য করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও অনেকে অভিযোগ করেন।