২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৪:০১:১৮ পূর্বাহ্ন


রাজশাহীতে শুরু হলো পনের ‍দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২০-০৭-২০২২
রাজশাহীতে শুরু হলো পনের ‍দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা রাজশাহীতে শুরু হলো পনের ‍দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা


রাজশাহীতে শুরু হয়েছে পনের ‍দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা।

বুধবার (২০ জুলাই) সকাল ১০টায় রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রীন প্লাজা চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন,নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল সহ উর্দ্ধতনরা।

অনুষ্ঠানে বক্তরা সকলকে বৃক্ষপ্রেমিক হয়ে গাছ লাগানোর আহবান জানান। উদ্বোধন শেষে মেলার প্রচারণায় র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনে শেষ হয়।

মেলায় ২’শতাধিক প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা পাওয়া যাচ্ছে। মেলা সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা পর্যন্ত।

রাজশাহীর সময়/এ