২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০৫:১০:৩৬ অপরাহ্ন


রামেকের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট করা হয়েছে : ২৩-০৭-২০২২
রামেকের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু রামেকের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে শনিবার (২৩ জুলাই) ভোর ৬টার  মধ্যে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

এদের মধ্যে একজন নারী এবং দু’জন পুরুষ। 

শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি বলেন, করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে একজন নারী এবং দুজন পুরুষের মৃত্যু হয়েছে। মৃত তিনজনই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

এদিকে, হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন। এই এক দিনে কোন রোগী হাসপাতাল ছেড়ে যাননি।

বর্তমানে রামেক করোনা ইউনিটে  শয্যার সংখ্যা ২৪টি। শনিবার সকাল ৯টা পর্যন্ত মোট ১৩ জন রোগী ভর্তি ছিলেন ।

এর আগে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষায় একটিতে করোনা ধরা পড়েছে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ৭ দশমিক ৬৯ শতাংশ।