২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৬:২৬:২৮ অপরাহ্ন


চুয়াডাঙ্গায় রাইস মিলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৪-০৭-২০২২
চুয়াডাঙ্গায় রাইস মিলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত ফাইল ফটো


চুয়াডাঙ্গার জীবননগরে একটি অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে ফয়সাল হোসেন নামে (২২) এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার পেয়ারাতলা এলাকার মা-বাবা অ্যাগ্রো ফুড অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ওই রাইস মিলের একটি পুরাতন বয়লাল মেরামতের কাজ করছিলেন ফয়সাল। মেরামতের সময় হঠাৎ বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, উপজেলার পেয়ারাতলা গ্রামে বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। নিহতের মহদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীর সময়/এ