২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৩:২৬:৫৮ অপরাহ্ন


পরকালের আজাব থেকে বাঁচতে দুনিয়ায় কী দোয়া পড়বেন?
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৭-২০২২
পরকালের আজাব থেকে বাঁচতে দুনিয়ায় কী দোয়া পড়বেন? ফাইল ফটো


পরকাল মানুষের আসল ঠিকানা। পরকালের চিরস্থায়ী জীবনের জন্য কল্যাণ কামনা করাই মুমিনের একমাত্র কাজ। পরকালকে নিয়েই মুমিনের সব চিন্তা-ভাবনা। সে কারণেই মুমিন মুসলমান দুনিয়া ও পরকালের কল্যাণের সঙ্গে সঙ্গে পরকালে আল্লাহর ভয়াবহ আজাব থেকে বাঁচতে এ দুনিয়াতেই বেশি বেশি দোয়া করে। সে দোয়াটি কী?

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া সম্পর্কে হাদিসে পাকে ঘোষণা করেছেন, ‘দোয়াই ইবাদত; দোয়াই ইবাদতের মূল।' এ কারণেই দুনিয়া ও পরকালের কল্যাণের পাশাপাশি পরকালের আজাব থেকে বাঁচতে মুমিন মুসলমান এ দোয়াটি বেশি বেশি পড়েন-

اَللهُمَّ اَتِنَا فِىْ الدُّنْيَا حَسَنَةً وَّ فِىْ الْاَخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّار

উচ্চারণ : আল্লাহুম্মা আতিনা ফিদদুনইয়া হাসানাতাঁও ওয়া ফিল আখেরাতি হাসানাতাঁও ওয়া ক্বিনা আজাবান নার।’

অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমাদের দুনিয়াতে ও পরকালে কল্যাণ দান করুন। আর জাহান্নাম থেকে আমাদের নাজাত দিন।’

দোয়াটি সম্পর্কে হাদিসের বর্ণনা এমন

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন। (গিয়ে) দেখলেন, (অসুস্থতায়) সে অত্যন্ত কাতর হয়ে পড়েছে। স্বাস্থ্য শুকিয়ে পাখির মত হয়ে গেছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি কি আল্লাহর কাছে বিশেষভাবে কিছু কামনা করেছিলে? সে বললো- ‘হ্যাঁ’। আমি বলেছিলাম-

‘হে আল্লাহ! আপনি আমাকে পরকালে যে শাস্তি দেবেন; তা দুনিয়াতেই ত্বরান্বিত করুন।’

(এবার) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘সুবহানাল্লাহ! তোমার এমন শক্তি নেই যে, তুমি তা (পরকালের শাস্তি) বরদাশত করবে? তবে তুমি এরূপ দোয়া করবে যে-

اَللهُمَّ اَتِنَا فِىْ الدُّنْيَا حَسَنَةً وَّ فِىْ الْاَخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّار

উচ্চারণ : আল্লাহুম্মা আতিনা ফিদদুনইয়া হাসানাতাঁও ওয়া ফিল আখেরাতি হাসানাতাঁও ওয়া ক্বিনা আজাবান নার।’

অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমাদের দুনিয়াতে ও পরকালে কল্যাণ দান করুন। আর জাহান্নাম থেকে আমাদের নাজাত দিন।’

এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জন্য দোয়া করলেন। আল্লাহ তাকে নিরাময় দান করলেন।’ (মুসলিম)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় পরকালের শাস্তি থেকে বেঁচে থাকতে সুন্নাতের দিকনির্দেশনা অনুযায়ী দোয়া করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পরকালের আজাব থেকে বাঁচার জন্য উল্লেখিত দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

রাজশাহীর সময়/এম