১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৮:১৯:১৩ পূর্বাহ্ন


মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৭-২০২২
মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু ফাইল ফটো


ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এসময় স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

বুধবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সলিম দিয়া গ্রামের নূরুল মাতুব্বরের স্ত্রী রওশানারা বেগম ও মেয়ে আল্লাদি আক্তার।

বিষয়টি নিশ্চিত করে মস্তফাপুর হাইওয়ে থানার এসআই জুয়েল হোসেন জানান, ‘সকাল ১০টার দিকে মা ও মেয়ে অটোভ্যানে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় বৌলগ্রাম এলাকায় স্পিডব্রেকারের সঙ্গে ধাক্কা লেকে অটোভ্যানটি উল্টে যায়। তখন অপরদিক থেকে আসা একটি ট্রাক পেছন দিক দিয়ে তাদের উপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যায়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে। তবে অটোভ্যানের চালক সামান্য আহত হয়। খবর পেয়ে রাজৈর থানা ও মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ‘ট্রাকটি আটক করা হলেও চালকে আটক করা যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মৃতদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।’

রাজশাহীর সময়/এম