১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১০:৩৫:২৪ অপরাহ্ন


নিসচা’র রাজশাহীতে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৭-২০২২
নিসচা’র রাজশাহীতে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত নিসচা’র রাজশাহীতে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত


নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ জুলাই) নিসচা রাজশাহী জেলা শাখার কাজিহাটা গ্রেটার রোডস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব লিটন এরশাদ এবং সভাপতিত্ব করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনারোধে চালক,পথচারীসহ সকলের সমন্বিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। অন্যান্য বক্তারা সড়ক দুর্ঘটনারোধে জনসচেতসতামূলক কার্যক্রম বৃদ্ধির জন্য বলেন। 

উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নিসচা রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। কোরআন তেলওয়াত করেন নিসচা রাজশাহী জেলা শাখার কার্যকরী সদস্য হাফেজ রাকিবুল ইসলাম। মরহুমা জাহানারা কাঞ্চনসহ সড়ক দুর্ঘটনায় নিহত সকলের ও নিসচা রাজশাহী জেলা শাখার প্রাক্তন প্রচার সম্পাদক সুলতান উদ্দিন আহমেদ রাসুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আত্মার মাগফেরাত কামনার জন্য এবং নিসচা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান-উল হক কামালসহ সড়ক দুর্ঘটনায় সকল আহতদের আশু রোগ মুক্তির জন্য এক মিনিট দাঁড়িয়ে প্রার্থনা করা হয়। সড়ক দুর্ঘটনা বিষয়ে স্বরচিত কবিতা পাঠ করেন নিসচা রাজশাহী জেলা শাখার কার্যকরী সদস্য কবি মোস্তফা ফেরদৌস হাজরা। 

উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি সিরাজুল ইসলাম, দেওয়ান একরামুল হক বাচ্চু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মাসুদুজ্জামান কাজল, অর্থ সম্পাদক বজলুর রশিদ লিটন, সাংগঠনিক সম্পাদক- ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, প্রচার সম্পাদক শান্তমণি আহসান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ শাহীন কবির, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য- মামুনার রশীদ, ময়নুল হক, মেরাজ উদ্দিন আহমেদ, এ্যাড. শাহীন আহমদ, মিজানুর রহমান, এস.এম মাহফুজুল হক, জামিলা আফসারী আলম (প্রীতি), সিরাজুল ইসলাম, রশিদুন নবী (রাসেল), আব্দুস সালাম, মোমিনুল ইসলাম মানিক, সাজ্জাদ হোসেন প্রমুখ।

রাজশাহীর সময়/এ