২০ এপ্রিল ২০২৪, শনিবার, ১১:২০:১১ পূর্বাহ্ন


পুলিশ দেখে নদীতে ঝাঁপ, দুইদিন পর লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২১-০১-২০২২
পুলিশ দেখে নদীতে ঝাঁপ, দুইদিন পর লাশ উদ্ধার ফাইল ফটো


জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারের লঞ্চঘাটে পুলিশ দেখে জুয়ার আসর থেকে কুশিয়ারা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ২দিন পর তাজ উদ্দিনের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে কুশিয়ারা নদীতে তাজ উদ্দিনের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

 নিহত তাজ উদ্দিন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের বাসিন্দা। 

জানা যায়, গত বুধবার বিকেলে কুশিয়ারা নদীর তীরবর্তী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারের লঞ্চঘাটে তাজ উদ্দিনসহ ৪ জন জুয়া খেলছিলো। হঠাৎ পুলিশ দেখে ঐ ৪ জন কুশিয়ারা নদীতে ঝাঁপ দেয়। এসময় ৩ জন নদী থেকে তীরে উঠলেও তাজ উদ্দিন নিখোঁজ হন। ঐদিন থেকে পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরিদল এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়। শুক্রবার ঘটনাস্থলের অদূরে বাঘময়না এলাকায় নদীতে তাজ উদ্দিনের মৃত দেহ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান জানান, নদী থেকে উদ্ধারকৃত নিহত তাজ উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

রাজশাহীর সময় /এএইচ