২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৩:৪৩:৩৩ অপরাহ্ন


দড়ি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২২
দড়ি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু দড়ি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু


দড়ি নিয়ে খেলতে খেলতে গলায় ফাঁস লেগে রাজদীপ বাগদী(৭) সাত নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রামের গোপীনাথবাটি গ্রামে।

পরিবার সূত্রে জানা গেছে,  রাজদীপের বাবা-মা চাষের কাজে মাঠে গেছে। ওই বাড়ি ফাঁকা ছিলো শিশুটি দড়ি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে যায়  বাড়িতেই মৃত্যু হয় তার।

প্রতিবেশী শান্তনু গোস্বামী জানান, বৃহস্পতিবার সকালে কোনও বন্ধুকে না পেয়ে বাড়ির ভিতরে একাই খেলা শুরু করেছিল বাচ্চাটি। বাংলা আবাস যোজনার টাকায় ওদের বাড়ি তৈরি হচ্ছে। কিন্তু এখনও তা সম্পূর্ণ হয়নি। সেই নির্মীয়মাণ ঘরের মধ্যে পাতা কুড়ানোর বস্তা রাখা ছিল। তার উপরে উঠে দড়ি গলায় দিয়ে খেলতে খেলতে হঠাৎই ঝুলে পড়ে সে।

খবর পেয়ে গুসকরা ফাঁড়ির পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এ ব্যপারে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করেছে পুলিশ।