২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১১:১৬:৫৯ অপরাহ্ন


৬০ তলা ভবন থেকে লাফ দিয়ে মার্কিন মডেলের আত্মহত্যা
তামান্না হাবিব নিশু
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২২
৬০ তলা ভবন থেকে লাফ দিয়ে মার্কিন মডেলের আত্মহত্যা ৬০ তলা ভবন থেকে লাফ দিয়ে মার্কিন মডেলের আত্মহত্যা


যুক্তরাষ্ট্রের সেরা সুন্দরীর খেতাব পেয়েছিলেন তিনি। কিন্তু সেই সুন্দর জীবনের ইতি টেনে দিলেন নিজেই। নাম তার চেসলি ক্রিস্ট। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে একটি ৬০ তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

চেসলির মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে তার পরিবার। তবে তিনি নিজেও মৃত্যুর আগে সুইসাইড নোট লিখে গেছেন। তাতে লেখা রয়েছে, ‘এই দিনটি আপনার জন্য বিশ্রাম ও শান্তি নিয়ে আসুক’।

চেসলির বয়স হয়েছিল ৩০ বছর। এক বিবৃতিতে তার পরিবার জানায়, ‘বড় দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রিয় চেসলির মৃত্যুর খবরটি জানাচ্ছি। তার দুর্দান্ত আলো ছিল যা তার সৌন্দর্য ও শক্তি দিয়ে বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করেছিল। চেসলি মানুষকে ভালবাসত, সে হাসতে জানত এবং সে উজ্জ্বল ছিল।’

জানা গেছে, ২০১৯ সালে মিস ইউএসএ খেতাব জিতেছিলেন চেসলি ক্রিস্ট। পেশায় ছিলেন আইনজবী। যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা নিয়ে তিনি বেশ সোচ্চার ছিলেন। দুটি বিশ্ববিদ্যালয় থেকে তিনটি উচ্চতর ডিগ্রি গ্রহণকারী চেসলি কেন আত্মহত্যা করেছেন, তার নির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি।

রাজশাহীর সময় / এফ কে