২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৫:১০:২৫ পূর্বাহ্ন


ভারতে দাপুটে পারফরম্যান্সে সিরিজ জয় বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-০৮-২০২২
ভারতে দাপুটে পারফরম্যান্সে সিরিজ জয় বাংলাদেশের ফাইল ফটো


দুটি তিন দিনের ম্যাচ ও ৩টি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলতে বর্তমানে আসামে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। সেখানে প্রথম তিন দিনের ম্যাচ ১০ উইকেটে জেতার পর দ্বিতীয় ম্যাচে ইনিংস ও ২১৬ রানে আসাম অনূর্ধ্ব-১৬ দলকে হারিয়েছে ক্ষুদে টাইগাররা। দাপুটে পারফরম্যান্সে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা।

শুক্রবার (৫ আগস্ট) সিরিজের দ্বিতীয় ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনে ১১৯ রানে গুটিয়ে যায় আসাম। প্রথম ইনিংসে ৪৩১ রান করা বাংলাদেশ এক ইনিংস থাকতেই জিতে যায়। এর আগে বাংলাদেশের ৪৩১ রানের জবাবে প্রথম ইনিংসে ৬৮ রান করেছিল আসাম।

ব্যাটিংয়ের পর দুই ইনিংসে বল হাতেও দাপট দেখাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। প্রথম ইনিংসে স্বাগতিকদের গুটিয়ে দিয়ে বাংলাদেশের লিড ৩৬৩ রানের। দ্বিতীয় ইনিংসে ফলোঅনে ব্যাট করেও টপকাতে পারেনি তারা। ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ফারহান শাহরিয়ার। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নেন তিনি।

ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন ওপেনার জাওয়াদ আবরার ও মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ হাসানুজ্জামান। সেঞ্চুরি হাঁকিয়ে জাওয়াদ ২০৩ বলে খেলেন ১৩৯ রানের ইনিংস। ৮৩ বলে ১১৪ রান করেন হাসানুর।