২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০২:৩৮:৪৮ অপরাহ্ন


স্মার্টফোন আপনার শিশুর কী কী ক্ষতি করছে, জেনেনিন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-০৮-২০২২
স্মার্টফোন আপনার শিশুর কী কী ক্ষতি করছে, জেনেনিন ফাইল ফটো


এখনকার বেশির ভাগ শিশুরাই মোবাইল বা ট্যাবে ভিডিও গেম খেলে অনেকটা সময় কাটায় । বর্তমানের প্রাপ্তবয়স্কদের থেকেও তারা অনেক বেশি প্রযুক্তিতে পারদর্শী। বাবা-মায়েরাও নিজেদের ব্যস্ততার কারণেই বাচ্চাদের হাতে মোবাইল ধরিয়ে দিয়ে থাকেন। ফলে স্মার্টফোন ঘাটতে ঘাটতে শিশুরাও নেশাগ্রস্ত হয়ে পড়ছে।আপনিও কি এই একই ভাবে শিশুর হাতে স্মার্টফোন ধরিয়ে দিচ্ছেন? তাহলে জেনে নিন টাচস্ক্রিন স্মার্টফোন শিশুর কী কী ক্ষতি করছে।সেগুলি হল-

১. গবেষণায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে, অতিরিক্ত টাচস্ক্রিন স্মার্টফোন, ট্যাবলেট বা ভিডিও গেমের ব্যবহার শিশুর ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এর ফলে শিশু ক্রমশ পেনসিল ধরতে অক্ষম হয়ে পড়তে পারে।সঙ্গে চোখে দেখারও ক্ষমতা কমতে থাকে ।

২. চিকিৎসকদের মতানুযায়ী , ফোন কিংবা ট্যাবলেট ব্যবহার করার সময়ে শিশুদের আঙুলের পেশি সঠিকভাবে বেড়ে উঠতে বাধা পায়। আঙুলের জোর বাড়ে না। ফলে যখন তারা পেনসিল ধরতে গেলে আঙুলে জোর পায় না।

এই বিষয় নিয়ে ইংল্যান্ড-এর ফাউন্ডেশন এনএইচএস ট্রাস্টের প্রধান পেডিয়াট্রিক থেরাপিস্ট স্যালি পাইন জানান যে, বাচ্চাদের ঠিক মতো পেনসিল ধরার জন্য আঙুলের পেশির জোর ও পেশি সঠিকভাবে চলাচল করা দরকার।এভাবে ঠিক মতো পেনসিল না ধরতে পারার ফলে হাতের লেখা খারাপ হচ্ছে। ফলে পরীক্ষায় নম্বরও কম পাচ্ছে।