২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০২:৪৩:৩২ অপরাহ্ন


করোনায় একজনের মৃত্যুতে শোকাহত ভুটানের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২২
করোনায় একজনের মৃত্যুতে শোকাহত ভুটানের প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী লোটেই শেরিং পেশায় একজন চিকিৎসক। ছবি: আল জাজিরা


করোনা মোকাবেলায় বিশ্বে সফল দেশগুলোর মধ্যে অন্যতম ভুটান। দেশটিতে করোনায় এ পর্যন্ত চারজনের প্রাণ গেছে। এ প্রেক্ষাপটে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, করোনা ঠেকাতে তার সরকারকে আরও বেশি কাজ করতে হবে।

ভারত ও চীনের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করা ভুটান হিমালয় পর্বতমালার একপ্রান্তে থাকা এক শীতল জলবায়ুর দেশ। কোভিডে বিশ্বে সবচেয়ে কম মৃত্যু দেখা দেশগুলোর মধ্যে রয়েছে এ ভুটান।

সর্বশেষ গত সপ্তাহে করোনায় দেশটিতে একজনের মৃত্যু হয়। এ নিয়ে শোক প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটেই শেরিং, যিনি পেশায় একজন চিকিৎসক।

করোনায় গত সপ্তাহের মৃত্যু প্রসঙ্গে লোটেই শেরিং বলেন, এ ঘটনা এটাই ‘স্মরণ করিয়ে দিচ্ছে যে, আমাদেরকে আরও কিছু করতে হবে।’

গত শনিবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আরও একটি মূল্যবান জীবন ঝরে গেছে শুনে আমার মনে হয়েছে যেনো এক বুলেট আমাকে বিদ্ধ করলো।’

বিশ্বের অনেক দেশের মতো ভুটানেও করোনার নতুন ধরন ওমিক্রনের জেরে সংক্রমণ বেড়ে চলেছে।

গত শুক্রবার দেশটিতে ২০৫ জনের করোনা শনাক্ত হয়, যা এ মহামারি শুরুর পর থেকে দেশটিতে নতুন রেকর্ড। পুরো মহামারি পর্বে ভুটানে প্রায় ৫ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে।

২০২১ সালের মাঝামাঝিতে ভুটান তার দেশের প্রায় সব জনগণকে করোনা টিকার আওতায় নিয়ে আসে।

রাজশাহীর সময় / এফ কে