২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০২:৩৫:৩৭ অপরাহ্ন


তুরস্কে গতির ঝড় বাংলাদেশি স্প্রিন্টারের
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৯-০৮-২০২২
তুরস্কে গতির ঝড় বাংলাদেশি স্প্রিন্টারের ফাইল ফটো


তুরস্কে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ক্যারিয়ারের ব্যক্তিগত সেরা টাইমিং করে ৪ নম্বর হিটে দ্বিতীয় হয়েছেন এ স্প্রিন্টার।

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিস ডিসিপ্লিনে ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক ৪৬ সেকেন্ড সময় নিয়ে নিজের ব্যক্তিগত রেকর্ড ভেঙেছিলেন ইমরান। তবে তার চেয়ে বড় চমক দিলেন তুরস্কের কোনিয়ায় ইসলামিক সলিডারিটি গেমসের মঞ্চে। অল্পের জন্য ১০০ মিটারের দৌড় শেষ করতে পারেননি ৯ সেকেন্ডের ঘরে টাইমিং রেখে। তবে যা করেছেন তা-ও কম নয়। মাত্র ১০.০১ সেকেন্ড সময়ে শেষ করেছেন ১০০ মিটার দৌড়।  

মাত্র এক সপ্তাহের ব্যবধানে নিজের টাইমিংয়ে অবিশ্বাস্য উন্নতি করেছেন এই প্রবাসী দৌড়বিদ। দৌড় শেষ করার সময় কমিয়ে এনেছেন পাক্কা ০.৪৫ সেকেন্ড! এমন পারফরম্যান্সের পরও বিশেষ কোনো উচ্ছ্বাস নেই তার মধ্যে। পা রাখছেন মাটিতেই। বললেন, 'ভালো লাগছে বাংলাদেশকে পরবর্তী রাউন্ডে নিতে পেরে। আমার এই পারফরম্যান্সের জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, ফেডারেশন, বাংলাদেশ সেনাবাহিনীসহ সবাইকে ধন্যবাদ জানাই!'

দুই প্রতিযোগিতার টাইমিংয়ের এই বড় পার্থক্যের কারণ হিসেবে ইনজুরিকে দায় দেন ইমরান। তিনি বলেন, 'কিছুটা ইনজুরি ছিল। এ জন্য ভালো করতে পারিনি কমনওয়েলথ ও আমেরিকায়৷ আশা করি, এর চেয়ে ভালো টাইমিং করব।'

বছরের শুরুতে জাতীয় রেকর্ড ভেঙে দেশের দ্রুততম মানব হয়েছিলেন ইমরানুর রহমান। এরপর আমেরিকায় বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নিজের রেকর্ড ভেঙে দৌড় শেষ করেন ১০.৪৭ সেকেন্ডে। কমনওয়েলথে ফের নিজের রেকর্ড ভেঙে দৌড় শেষ করেন ১০.৪৬ সেকেন্ডে।

মঙ্গলবার (৯ আগস্ট) ইমরানের এই ইভেন্টের সেমিফাইনাল ও ফাইনাল। বাংলাদেশকে আশা দেখানো ইমরান সোমবার (৮ আগস্ট) দৌড় শেষে ইমরান বলেন, 'আগামীকাল আরও ভালো দৌড়াতে চাই। আশা করি, ভালো কিছু করার।'