১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১১:১৪:৩৮ পূর্বাহ্ন


মোহনপুরে উপ-প্রকৌশলীর মৃত্যুতে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রস্তাব
মোহনপুর প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২২
মোহনপুরে উপ-প্রকৌশলীর মৃত্যুতে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রস্তাব মোহনপুরে উপ-প্রকৌশলীর মৃত্যুতে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রস্তাব


মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুতে আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা স্বাস্থ্যা কর্মকর্তার বিরুদ্ধে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের প্রস্তাব।

গতকাল রবিবার ৩০ শে জানুয়ারী মোহনপুর উপজেলা প্রকৌশলী এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী তাজেমুল হক হঠাৎ করে অসুস্থ্য হওয়ায় তাকে চিকিৎসার জন্য দুপুর ২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসায় অবহেলা ও অক্সিজেন না দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

পথের মধ্যে তার মৃত্যু ঘটে,আজ সোমবার উপজেলা রুমে আইনশৃঙ্খলা কমিটির সভায় তার মৃত্যুর কারণ উৎঘাটনের জন্য সবাই ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের প্রস্তাব উঠেছে।, আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন,প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: আব্দুস সালাম,বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ(ওসি) তদন্ত তৌহিদুর রহমান,ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল,ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন,আজহারুল ইসলাম বাবলু,বাবলু হোসেন,আল-আমীন বিশ্বাস,অধ্যাপক আব্দুল মান্নান,হযরত আলী,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ওয়াহেদুজ্জামান প্রমুখ।

রাজশাহীর সময় / এফ কে