১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৬:০৫:৫৫ পূর্বাহ্ন


বাঘায় বিদেশী পিস্তল ও ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ১১-০৮-২০২২
বাঘায় বিদেশী পিস্তল ও ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার বাঘায় বিদেশী পিস্তল ও ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার


রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল ও ওয়ান শুটারগানসহ মোঃ আমজাদ আলী (৩১) নামের এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গ্রেফতার মোঃ আমজাদ আলী উপজেলার পুঠিয়া থানার রঘুরামপুর শিবপুর গ্রামের মৃত মকবুলের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, বুধবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বাঘা থানাধীন দেবত্তর বিনোদপুর গ্রামে একব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিদেশী পিস্তল-১টি, ওয়ান শুটারগান-১টি, ম্যাগজিন-১টি, ও গুলি-২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ব্যপারে গ্রেফতার অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।