২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৫:৩৩:২১ পূর্বাহ্ন


যে কারণে খাবেন কলার চিপস!
ফারহানা জেরিন এলমা
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২২
যে কারণে খাবেন কলার চিপস! ফাইল ফটো


কলা একটি স্বাস্থ্যকর খাবার। এদিকে চিপস মানেই স্বাস্থ্যের জন্য উপকারী নয়, এমন একটি ধারণা প্রচলিত রয়েছে। কারণ চিপস প্রক্রিয়াজাত খাবার এবং সোডিয়ামে ভরা। তবে কলার চিপসের ক্ষেত্রে অনেকের ধারণা ভিন্ন। এই চিপসকে স্বাস্থ্যকর মনে করা হয় কারণ কলা আমাদের শরীরের জন্য ভালো।

কলার পাতলা পাতলা টুকরা করে শুকিয়ে নিয়ে ভেজে কলার চিপস তৈরি করা হয়। এর সঙ্গে মেশানো হয় চিনির সিরাপ, লবণ এবং নানা ধরনের মশলা। কলা যথেষ্ট স্বাস্থ্যকর হলেও কলার চিপস কি সেরকমই স্বাস্থ্যকর? চলুন জেনে নেয়া যাক-

পুষ্টিগুণ:

কলা প্রাকৃতিক খাবার। কিন্তু কলার চিপস প্রক্রিয়াজাত খাবার। তেলে ভেজে মধু বা চিনির সিরাপ মিশিয়ে তৈরি করা কলার চিপসে প্রচুর ক্যালোরি থাকে। এককাপ বা ৭২ গ্রাম কলার চিপসের মধ্যে থাকে ৩৭৪ ক্যালোরি। এছাড়া এই পরিমাণ কলার চিপসে থাকে ১.৬ গ্রাম প্রোটিন, ৪২ গ্রাম কার্বোহাইড্রেট, ৫.৫ গ্রাম ফাইবার, ২৫ গ্রাম চিনি, ২৪ গ্রাম ফ্যাট এবং ২১ গ্রাম স্যাচুরেটেড ফ্যাট, প্রতিদিনের প্রয়োজনীয় পটাসিয়ামের ৮ শতাংশ এবং ভিটামিন বি৬-এর ১১ শতাংশ।

এই চিপসে ফাইবার, ভিটামিন এবং মিনারেলস থাকে। কিন্তু এর মধ্যে প্রচুর ক্যালোরি, চিনি এবং ফ্যাট থাকায় কলার চিপসকে স্বাস্থ্যকর নাস্তা বলা যায় না। কলা শুকিয়ে ভেজে তৈরি করা এই চিপস সুস্বাদু হওয়ায় এটি অতিরিক্ত খেয়ে ফেলার সম্ভাবনাও থাকে যথেষ্ট। এর মধ্যে প্রচুর ক্যালোরি ও কার্বস থাকায় বাইরে প্রচুর ঘোরাঘুরির মাঝে এই চিপস অল্প পখাওয়া যেতে পারে। তাতে সহজে এনার্জি পাওয়া যাবে।

রাজশাহীর সময় /এএইচ