২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৫:৩৯:১১ অপরাহ্ন


রামেকের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে : ০১-০২-২০২২
রামেকের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু রামেকের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে একজনের। তিনি নাটোর জেলার বাসিন্দা। এছাড়া করোনা উপসর্গ নিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায় একজন করে মারা গেছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী । তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৩ জন। রামেকের করোনা ইউনিটে শয্যা সংখ্যা  ১০৪টি।

বর্তমানে হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০ জন।  গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন।  ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন রোগী।

হাসপাতালে বর্তমানে রাজশাহীর ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ২ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ৩ জন, ঝিনাইদহের একজন, মেহেরপুরের ২ জন, বগুড়ার একজন এবং গাইবান্ধার একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষায় ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় ২১৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। এই ল্যাবে রাজশাহী জেলার ৪৫৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২১৭ জনের। করোনা শনাক্তের হার ৫২ দশমিক ২৬ শতাংশ। একই ল্যাবে জয়পুরহাটের ৪ নমুনার মধ্যে ২টিতে করোনা শনাক্ত হয়েছে। পরিক্ষা বিবেচনায়  এই জেলায় করোনা শনাক্তের হার ২৫ শতাংশ।

 রাজশাহীর সময় / এম আর