১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৪৯:৪৭ অপরাহ্ন


মেলবোর্নে আন্তর্জাতিক সম্মান লাভ অভিষেক বচ্চনের!
তামান্না হাবিব নিশু:
  • আপডেট করা হয়েছে : ১৭-০৮-২০২২
মেলবোর্নে আন্তর্জাতিক সম্মান লাভ অভিষেক বচ্চনের! মেলবোর্নে আন্তর্জাতিক সম্মান লাভ অভিষেক বচ্চনের!


মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘লিডারশিপ ইন সিনেমা’ পুরস্কার সম্মানে সম্মানিত হয়েছেন অভিষেক বচ্চন । এরপরেই সোশ্যাল মিডিয়ায় ছেলেকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন অমিতাভ বচ্চন। অভিষেক ও তাঁর কাজের ভূয়সী প্রশংসা করেছেন বিগ বি। পুরস্কার হাতে অভিষেকের ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমার গর্ব, আমার পুত্র… তোমাকে ভালবাসি ভাইয়ু…’

গত ১২ অগস্ট থেকে এই ফেস্টিভ্যাল চলছে। মঙ্গলবার পুরস্কার ঘোষণা করা হয় মেলবোর্নে৷ পুরস্কার পেয়ে অভিষেক বলেন, ‘এই পুরস্কার পেয়ে আমি খুবই সম্মানিত বোধ করছি। ভিক্টোরিয়ান সরকার ও চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ৷’ এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘এই পুরস্কার যদিও সেরা অভিনেতার নয়৷ কিন্তু আমি নিশ্চিত যে খুব তাড়তাড়ি আমি আবার এই মঞ্চে ফিরে আসব সেরা অভিনেতার পুরস্কার নিতে৷’

এর আগেও একাধিকবার ছেলেকে প্রশংসায় মাততে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই অভিষেকের প্রশংসায় কি-বোর্ড ধরেন তিনি৷ যা নিয়ে মাঝেমধ্যেই তাঁকে ট্রোলড হতে হয়। সম্প্রতি ‘দশভি’ ছবির প্রচারের সময় তাঁকে ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছিল। যদিও সেসময় নিজের মতো করেই ট্রোলারদের সামলে নিয়েছিলেন ‘শাহেনশাহ’।