১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৬:৩২:২০ অপরাহ্ন


রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক ৪৩
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২১-০৮-২০২২
রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক ৪৩ ফাইল ফটো


রাজশাহী জেলায় অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত থেকে শুরু করে রোববার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়।

রোববার (২১ আগস্ট ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ইফতে খায়ের আলম।

জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৪ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ৫ জন, বাগমারা থানা ৩ জন, দুর্গাপুর থানা ৭ জন, পুঠিয়া থানা ৭ জন, চারঘাট মডেল থানা ৫ জন ও বাঘা থানা ১০ জনকে আটক করে। 

যার মধ্যে ২৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ৮ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। 

বাগমারা থানা পুলিশ ১নং মোঃ মামুনুর রশিদ(৪০) কে ৩০গ্রাম গাঁজাসহ আটক করে। 

বাঘা থানা পুলিশ ১নং মোঃ জনি(৩৫) কে ১কেজি গাঁজা, ২নং মোঃ তোহাব আলী(৫০) কে ২৬কেজি গাঁজার গাছ, ৩নং মোছাঃ পলি বেগম(৩৮) কে ৩৬বোতল ফেন্সিডিল, ৪নং মোঃ মানিক ইসলাম(২৩) কে ২৫০গ্রাম গাঁজা, ৫নং মোঃ মিলন(৩৫) কে ২০০গ্রাম গাঁজাসহ আটক করে। 

আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।