২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৫:২৫:১৭ পূর্বাহ্ন


মতিহারে বিপুল পরিমান ফেনসিডিল সহ মাদক কারবারি পিয়া গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২২-০৮-২০২২
মতিহারে বিপুল পরিমান ফেনসিডিল সহ মাদক কারবারি পিয়া গ্রেফতার মতিহারে বিপুল পরিমান ফেনসিডিল সহ মাদক কারবারি পিয়া গ্রেফতার


রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ফেনসিডিল সহ  হাবিবুল বাসার ওরফে পিয়ারুল ওরফে পিয়া (৩৫) নামের এক চিহিৃত মাদক কারবারিকে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। 

গ্রেফতার মোঃ হাবিবুল বাসার ওরফে পিয়ারুল ওরফে পিয়া মহানগরীর মতিহার থানার খোঁজাপুর মধ্যপাড়া এলাকার মৃত আক্কাস কাটানীর ছেলে। তার বিরুদ্ধে মতিহার থানায় ৬টি মাদকের মামলা রয়েছে।

সোমবার (২২ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ রফিকুল আলম। 

তিনি জানান, রোববার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টায় গোপন তথ্যের ভিত্তিতে মতিহার থানা পুলিশ জানতে পারে, খোঁজাপুর মধ্যপাড়া এলাকায় একজন মাদক কারবারি বিপুল পরিমান ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৯৯ বোতল ফেনসিডিলসহ হাবিবুল বাসারকে গ্রেফতার করা হয়। 

অভিযানটি পরিচালনা করেন, মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলামের তত্ত্বাবধানে মতিহার থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলী তুহীনের নেতৃত্বে এসআই মোঃ পলাশ আলী ও সঙ্গীয় ফোর্স। 

গ্রেফতারকৃত মাদক কারবারি পিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের এই মুখপাত্র।