১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৭:২০:১০ পূর্বাহ্ন


বরিশালে বাসের ধাক্কায় ট্রলিচালকসহ নিহত ৩
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২২-০৮-২০২২
বরিশালে বাসের ধাক্কায় ট্রলিচালকসহ নিহত ৩ বরিশালে বাসের ধাক্কায় ট্রলিচালকসহ নিহত ৩


বরিশালের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রলিচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালককে আটক ও বাসটিকে জব্দ করেছে পুলিশ।

সোমবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে রঙ্গশ্রী ইউনিয়নের কাঠেরপোল এলাকা সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: ট্রলির চালক বাকেরগঞ্জের তবিরকাঠি এলাকার মো. রাকিব, হেলপার জহিরুল তালুকদার ও স্টাফ বাইজিদ।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, হুমায়রা এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী একটি বাস কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। অন্যদিকে ট্রলিটি বকেরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে কাঠেরপোল এলাকায় পৌঁছালে বাসটি ট্রলিটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের আড়াআড়িভাবে এসে পড়ে। পরে আবার বাসটি ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ট্রলি উল্টে গিয়ে ঘটনাস্থলেই চালক মো. রাকিবের মৃত্যু হয়।

হেলপার জহিরুল ও স্টাফ বাইজিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, এ ঘটনায় বাসের চালক মো. শামীমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।