২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০২:০৮:৩৩ অপরাহ্ন


ঘোড়াঘাটে ট্রাকচাপায় প্রান হারালো পুলিশ কনস্টেবল
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২২
ঘোড়াঘাটে ট্রাকচাপায় প্রান হারালো পুলিশ কনস্টেবল ঘোড়াঘাটে ট্রাকচাপায় প্রান হারালো পুলিশ কনস্টেবল


দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাকচাপায় ওমর ফারুক (৩৯) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৪টায় উপজেলার কারিগরি কলেজের পাশে নিতাইশাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত ওমর ফারুক গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গুণভরী গ্রামের বাসিন্দা। ঘোড়াঘাট থানায় পুলিশের পিকআপভ্যান চালক হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় ঘাতক ট্রাক ও হেলপারকে আটক করা হয়েছে।  

হেলপার হাফিজার রহমান (৩৮) বগুড়া সদর উপজেলার ভান্ডারা পাইকার উত্তরপাড়ার মৃত নাজিম উদ্দীনের ছেলে। দুর্ঘটনার সময় হেলপার নিজেই ট্রাকটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, নিতাইশাহ মোড়ে রাত্রিকালীন ডিউটি করার সময় দিনাজপুর থেকে ঢাকামুখী পাথর বোঝাই একটি ট্রাক (চট্ট্রো মেট্রো-ট-১১-৭৩৮৪) ওমর ফারুকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। দুর্ঘটনায় ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকের হেলপারকে আটক ও ট্রাকটি জব্দ করে।

তিনি আরও জানান, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক ও আটক হেলপারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।